অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : বাংলা
প্রবন্ধ : আমাদের লোকশিল্প- মো: জাকীর হোসেন, সিনিয়র শিক্ষক (বাংলা বিভাগ), বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, বনানী, ঢাকা
- ০৩ আগস্ট ২০২৩, ০০:০৫
সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা বিষয়ের ‘প্রবন্ধ : আমাদের লোকশিল্প’ থেকে আরো ১১টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
২০। গ্রামের লোকেরা নকশি আঁকত কোথায়?
ক) কাঠের ওপরে
খ) দোয়ারিতে
গ) কাঁথায়
ঘ) দরজায়
২১। এক একটি সাধারণ নকশিকাঁথা সেলাই করতে কত দিন সময় লাগে?
ক) পাঁচ মাস খ) ছয় মাস
গ) আট মাস ঘ) নয় মাস
২২। কোন ধরনের বাসনপত্রে ফরমাশকারীর নাম খোদাই করা থাকে?
ক) কাঁসা ও পিতলের
খ) রুপার
গ) মাটির তৈরি
ঘ) কাঁসা ও রুপার
২৩। কী আমাদের দেশে অপ্রতুল নয়?
ক) লোহা খ) ঢেউটিন
গ) কাঠ ঘ) বাঁশ
উদ্ধৃতাংশটুকু পড়ে ২৪ ও ২৫ নম্বর
প্রশ্নের উত্তর দাও :
‘বৃষ্টির কিছুতেই ঘুম আসছে না। তার এক কথা- এসব পুরনো খাটে শোয়া যায় না। কেমন বড় বড়। শুইলেই মনে হয় জেলখানায় আছি। মা অনেক চেষ্টা করে ব্যর্থ হয়ে আক্ষেপ করে বলে- আমাদের ‘পূর্বপুরুষেরা এসব খাটে মানুষ হয়েছে। অথচ আমাদের সন্তানেরা অতীতকে ভুলে যেতে চাচ্ছে। অতীতকে ভুলে মানুষের অস্তিত্ব কী করে টেকে?’
২৪। উদ্ধৃতাংশে প্রকাশ পেয়েছে-
i) ইতিহাসপ্রীতি
ii) ঐতিহ্যপ্রীতি
iii) মাতৃস্নেহ
নিচের কোনটি সঠিক ?
ক) i খ) ii গ) iii ঘ) i ও iii
২৫। উদ্ধৃতাংশে আমাদের লোকশিল্পের আলোচিত বিষয়টি কী?
ক) টোপর
খ) গৃহশিল্প
গ) নিপুণ কারুপণ্য
ঘ) হাসিয়া
২৬। শীতল পাটির জন্য কোন অঞ্চল বিখ্যাত?
ক) গাজীপুর
খ) খুলনা গ) সিলেট
ঘ) বরিশাল
২৭। খদ্দর কাপর কোন জেলায় পাওয়া যায়?
ক) কুমিল্লায়
খ) বরিশালে
গ) জয়পুর হাটে
ঘ) শাহজাদপুরে
২৮। লোকশিল্প বলতে কী বোঝায়?
ক) গ্রামের মানুষের তৈরি দ্রব্য
খ) দেশী জিনিস দিয়ে দেশী মানুষের হাতে তৈরি শিল্পসম্মত দ্রব্য
গ) লোকের দ্বারা তৈরি দ্রব্য
ঘ) ঘরে ঘরে যে শিল্পীত দ্রব্য পাওয়া যায়
২৯। আগের দিনে আমাদের দেশে গ্রামের কুটিরে তৈরি হতো-
ক) গৃহের আসবাবপত্র
খ) বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী
গ) গৃহস্থালির নিত্যব্যবহার্য সামগ্রী
ঘ) কম মূল্যের গ্রাম্যদ্রব্য
৩০। সাধারণ নকশিকাঁথা কারা সেলাই করত?
ক) গ্রামের পুরুষেরা
খ) গ্রামের মেয়েরা
গ) গ্রামের বধূরা
ঘ) গ্রামের তাঁতিরা
উত্তর : ২০. গ, ২১. খ, ২২. ক, ২৩. ঘ, ২৪. ক, ২৫. ঘ, ২৬. গ, ২৭. ক, ২৮. খ, ২৯. গ, ৩০. খ।